দম ফাটানো হাসির কৌতুক



"বৌ" একটি গৃহপালিত মানুষ।
এরা "গিন্নী" নামেও পরিচিত।
এদের
স্বাভাবিক মানুষের মতই হাত,
পা, চোখ সবই আছে। তবে জিনগত
সূত্রে "চাপা"
বলে একটা জিনিস পেয়েছে।
চাপাবাজিতে পারঙ্গম এদের
মত
দ্বিতীয়টি নেই। পাশের
বাসার ভাবীর সাথে ননস্টপ
চাপাবাজিতে অতুলনীয় এরা।
আর
হিন্দি সিরিয়াল এদের
কাছে কেএফসি তে গিয়ে মুরগীর
হাড্ডি চিবানোর চেয়েও উত্তম।
আর
স্বামীর
সাথে ঝগড়া ঝাটিতে জয়লাভ
না করা পর্যন্ত সংগ্রাম
করে যাবে।
স্বামী একটু রাত করে বাসায়
ফিরলে হাড়ি-
পাতিল যা আছে সবকিছু
আলোর বেগে ছুড়ে মারতে কোন
দ্বিধা নেই। আর কথায় কথায়
বাপের
বাড়ি চলে যাওয়ার
একটা আল্টিমেটাম থাকেই সবসময়।
যদিও কিছুদিন
পর
বাপের বাড়ী থেকে নিজেই
বিরক্ত
হয়ে ফিরে আসে। আসল কারণ
টা হল,
বাপের বাড়ীতে গিয়ে কোন
পাত্তা পায়
না। সবার শেষের বৌ এর
একটা চিরন্তন বাণী বলি,
"তোমার সাথে বিয়ে হয়ে আমার
লাইফটা শেষ।
তুমি জানো, আমার জন্য কত
ডাক্তার,
ইন্জনিয়ার এসেছিলো?
কলেজে থাকতে কতগুলো প্রেমপত্
পেয়েছি?
বাবা শেষমেষ
বিয়ে দিলো তোমার মত
একটা রামছাগলের সাথে।"
তারপর
ফ্যাচফ্যাচিয়ে কেঁদে নাকের
পানি, চোখের পানি এক করা আর
নারী নির্যাতনের কেইস করার
হুমকি।


(সংবিধিবদ্ধ সতর্কীকরণ:
ব্যতিক্রম থাকতেই পারে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.