 |
~ কবি পরিচিতি ~ |
আঁচল
স্বপ্ন এঁকে দিলে
আমার চেতনাজুড়ে,
আমার উজ্জীবিত হৃদয়ের আঙিনায়।
আমি নীরব, নিঃসঙ্গ একা
হারিয়ে গেছি তোমার গোলাপী
লাল ঠোঁটের ভাঁজে ...
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
শরতের সোনালি আকাশ
বেনারসি শাড়ির আঁচল!
তোমার চুলগুলো এলোমেলো,
পতপত বাতাসে উড়ছে ...
সুচিন্তিত মতামত দিন