![]() |
~ কবি পরিচিতি ~ |
রঙ তুলি শতরঞ্জ
আলস্যের অবকাশ প্রজাপতিসুরে বৃষ্টি আঁকে
তেলরঙ বেছে ভেজা নিসর্গে বোলানো, দেবত্ব
অথবা, দেবীত্বও বলা যায় একটু একটু।
এতে যদি পটের বিবির আগুন নিভেও যায়,
বয়ে গেলো; কেমন, তোর-আমার আমার-আমার
খেলায়, নিজেই শেষে চাপড়ে ওঠা যায়
গণ্ডারচর্ম পিঠ অক্লেশে, অসৎ অপটু।
যখন অঙ্কুরোদ্গম বিশ বাঁও জলে
নগন্যতার শেকড় হাতড়ে বেড়ায়,
কর্ষণমুহূর্ত রুক্ষ জিভ ঘষে অলভ্যস্থলে;
জীবাশ্ম, ভ্রূণ করায়ত্ত করার কাল
ভ্রান্তিকুয়াশা পুড়িয়ে দেখো, তন্নতন্ন
লেখা তোমার লোলচর্মভাঁজ, ফ্যাকাশে
চোখের লাল।
সুচিন্তিত মতামত দিন