![]() |
~ কবি পরিচিতি ~ |
বাউল মন
মন বাউলে কারে খোঁজে
একাকিত্বের নেশার ঘোরে
এক তারা মন কেঁদে ওঠে
টেরা কোটা ওই বুকের খাঁজে।
ধুলায় মরম পথের সাথে
ডুবকি তালে ভবঘুরে
ভাবের ভাষা স্বপ্ন বাঁধে
ব্যাকুল হৃদয় গানের সুরে।
দোতারা কে বাজায় প্রাণে
দূর দিগন্ত ওই রাঙা পথে
মন বাউলে কারে খোঁজে
ওই লাল পাহাড়ির দেশে ।।
জীবন সংগ্রাম
মেঘলা আকাশ ছেয়ে
ঝির ঝির সারাদিন
বেলা বয়ে যায় নদীর জলে
যাত্রা অন্তহীন ।
ঢেউ ওঠে মনে
ঢেউ ভাঙে মনে
বয়ে যায় স্রোত মন সাগরে
একলা নাওয়ে বসে
শক্ত হাল ধরে
সময় ফেরি পারাপারে।
ভালবাসার আকাশ মেঘ ভাঙ্গা রোদে
মন মাঝি ক্যানভাস জীবন সংগ্রামে ।।
উষা
বহুদিন পর আজ
মিশেছে কলম
সাদা নির্জীব কাগজে
সজীব সতেজ মন
উধাও চোখের ঘুম
-জেগে রোই তন্দ্রা আচ্ছন্নে
নির্মম শানিত
কলমের ধার
কেটে চলে বুলি খাতার 'পরে
ওই বুঝি ভোর হলো
ওই বুঝি উঠলো রবি
-মন পড়ে রয় জানালার ধারে
রাতের এই অন্ধকারে
মোমবাতি গলে চলেছে
ধীরে ধীরে নিঃশব্দে
ভোরের আলো ওঠার আগে
যদি যায় নিভে
-কলমের নিপিড়ন যাবে বুঝি থেমে
মনের এই দ্বন্দ খেলা
কলমের ছুটে চলা
একদিন যাবে থেমে
হয়তো সেদিন ঘুমিয়ে যাবো
মিলিযে যাবো অথৈ জলে
-চোখের বালি মিশে।।
স্বপ্ন নিয়ে
আমি যেন শুধু তোমার কবি হই
আমি আর কারও কবি নই
তুমি ই তো আমার মনের ভাষা
স্বপ্ন আকাশ মুক্ত ছোঁয়া
আমি কাব্যের রসে নীল কন্ঠ কবি
ভেদাভেদ হীন মানুষের গান বাঁধি
তোমায় গড়েছি কবিতায়
অনুভুতি প্রেম দিয়ে
তুমি আমি মানুষের ভাবনায়
আগামীর স্বপ্ন নিয়ে ।।
সুচিন্তিত মতামত দিন