![]() |
~কবি পরিচিতি ~ |
শারদীয়
আগমনীর সুরে সুরে
বাঁশি কোথায় বাজে দূরে
কাশের বনে ঢেউ দিয়ে যায়
কোন সে মাতাল হাওয়া
ফুরিয়ে সকল চাওয়া
কোন বেদনা লুকিয়ে জাগে
উৎসব দিন বিধুর লাগে
সকল পাওয়ার মাঝেই সবার আশা কি সব পুরে।
যখন শিউলি ঝরা সকালবেলা
শীতের আমেজ খুশীর মেলা
তখন তুমি ডাক দিয়ে যাও
কোন সে হৃদয় কোনে
সুর বাজে মোর মনে
তোমায় পাওয়ার আশায় ভাসি
তোমায় কতই ভালবাসি
প্রেমের নদী, বৈঠা প্রেমের, ভাসাই প্রেমের ভেলা।
শরৎ শেষে হিমের দিনে
ছবি আঁকে রোদ উঠোনে
বর্ষা ভেজা মনখারাপের
শুকিয়ে ওঠে বুক
তোমায় পাওয়ার সুখ
বুলিয়ে আঁচল গভীর ব্যথায়
ছুটির দিনের ডাক দিয়ে যায়
দুঃখ সুখের হিসাব বল রাখে বা কোনজনে।।
সুচিন্তিত মতামত দিন