 |
~ কবি পরিচিতি ~ |
শিরোনামহীন কবিতা
চুমুর শব্দে হাওয়া থেমে থেমে যে শহর স্তব্ধ করে দিলো,
সেই শহরে ভালোবাসা ছাড়া কেউ নেই
তাই চুমু খেয়ে খেয়ে চুমু গিয়ে গিয়ে আর একটা চুমুকে স্পর্শ করলো
তাই আমাদের নাম হয়ে গেল ভালোবাসা
যা কখনো তোমার কখনো আমার
তাই কথা বলো কথা খোলো আমাদের কথায় কথায় ...
সুচিন্তিত মতামত দিন