![]() |
~ কবি পরিচিতি ~ |
ছোঁয়া
যেখানে যাওয়া হয়নি কখনও আমার
মন্দির অথবা বেশ্যা বাড়ির চৌকাঠ;
প্রাচীর টপকানোর সাহস হয়নি কখনও
শুধু বাইরে থেকে ঘুরে ঘুরে_
যা শুনেছি, যা বুঝেছি,
এখানেও রাজতন্ত্র খেলা করে ।
জন্মান্তরের বিবাদ,
কানে কানে ফিসফিস ও
করুণ আর্তনাদে-
আমি কেনো দেবতাও কেঁদে উঠে ।
প্রজাতন্ত্র আমাকে শাসায়ে যায়,
"আমি অস্পৃশ্য থেকে যাই "
এখানে অন্ধকারেও মানবিক পদাবলী শুরু হয়
চুপিচুপি প্রার্থনা করি,
"দ্বার খুলে দাও ?"
তোমার র্স্পশ পেলে
মানুষ হতেও তো পারি !
সুচিন্তিত মতামত দিন