![]() |
~ পরিচিতি ~ |
আধ-ফোঁটা বিশেষন
কালাচাঁদ,
এই নচ্ছার বসবাস শুধুই কি
বাদুড়ের আধ-খাওয়া ফল?
ক্রমাগত হাবুডুবু, হিমশিম?
এঁটো পাড়া শেষে দেখি
উজ্জ্বল শব্দ ধারণ জোনাকির মতো;
দুর্লভ আধ-ফোঁটা বিশেষন
এইসব এঁটেল পোকাদের ফাঁকে!
আহা, বড় আশ্চর্য শব্দ -'তবু'
দিঘল থেঁতো জীবনে,
ক্রমাগত পেরেক ঠুঁকে কিলবিলে 'তবু'
ঠুক ঠুক ঠুক ঠুক ঠুক ঠুক
সুচিন্তিত মতামত দিন