হরিশঙ্কর রায়

~ কবি পরিচিতি ~ 




নীলাঞ্জনার রাতদিন~



নীলাঞ্জনা আজ কিভাবে ঘুমাবে !
এক আকাশ যন্ত্রনা বুকে ।
কয়েকদিন কী রকম যে সুখে ছিল তা ভাবতে গেলেই চোখের কোণায় জল আসে ।
কী দিন ছিল, কী রাত !
ছোট্ট মেয়েটা বছর চার-পাঁচেক হবে । দু'দিন ধরে খুব জ্বর । মুখে কিচ্ছু গিলছে না ।
চার মেয়ে-ছেলের মধ্যে তিনটিই মেয়ে ।
 বড় মেয়েটা বাইরে পড়ছে । মেজোটা এইটে আর ছেলেটা ষষ্ঠ শ্রেণিতে ।
বৃদ্ধা শাশুড়ি ।
চলতে পারেন না । সংসারের সব কাজ একাই সামাল দিতে হয় ।
স্বামী অসুস্থ । সরকারী হাসপাতালের বিছানায় শুয়ে প্রহর গুণছে ।
কিভাবে চলবে বাকী দিনগুলো ?
ভাবতে ভাবতে...
ছোট্ট মেয়েটা বলে উঠল, " মা গরম লাগছে, বাতাস কর মা ?"
পাড়-ভাঙা-ঢেউ এসে প্লাবিত হয় এক-বুক-নদী ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.