![]() |
~ লেখক পরিচিতি ~ |
এখন আর সময় নেই
শ্বেত খাড়ি বেয়ে শীত চলে যাবে
সন্ধ্যায় মর্মর পাতা বলে গেল
দীর্ঘ ঋণ করে বসে আছি, কথারা হলদে হয়ে গেছে।
চকিত বসন্ত সময় দেবে কি?
শেলফের বইগুলো ধুলো নিয়ে বেঁচে আছে
বহুরঙা প্রচ্ছদের ক্লিষ্ট হাসি।
টবের গাছেরা ঝোপের মতন দিশেহারা হয়ে
আমার দিকে তাকিয়ে আছে
আর ফুলদানীতে মরা ফোয়ারা। এ্যাকুরিয়ামের বাতি নিভে গেছে।
এখনো সময় আছে শাল খুলে রোদে মুখ মেলে ধরি
কোমরে আঁচল গুঁজিয়ে রবির গান শুনি
তুলে নেই হাতে বিধস্ত নাবিক
এখন আমার সময় নেই বিষন্ন পোষা সখ্যতার
ভুলে ভরা বন্ধুত্বের।
সুচিন্তিত মতামত দিন