![]() |
~ কবি পরিচিত ~ |
কেগো তুমি রূপবতী !
আঁকছি আমি তোমার ছবি
বহু দিন ধরে
তবু আঁকা হয়না শেষ
মনের মতো করে ।
এতো রূপ তোমার মাঝে
কেমন করে আঁকি
আঁকতে গিয়ে পাইনা রঙ
চিন্তা মগ্ন থাকি ।
তবুও আমি খুঁজবো রঙ
তোমায় এঁকেই যাবো
ছবি আঁকা হলেই শেষ
মনে শান্তি পাবো ।
আঁকছি তোমায় খুব যত্নে
তুমি, খুবই ভাগ্যবতী
বলতে পারো আঁকছি কাকে
কেগো তুমি রূপবতী !
সুচিন্তিত মতামত দিন