![]() |
~ কবি পরিচিতি ~ |
শেষের কথা
চোখে মিশে ঘুম সারাদিন।
ঘুমের পলক, ঘুমের ভ্রূ,
মেঘলা চিকন পাতা, ফোঁটা, টুপটাপ...
ভেজা বারান্দা ভেজা কাঁচে আসে আলো নিভিয়ে,
বৃষ্টিব্রত আকাশের মুখে থাকা হাতের তালুকে অবশ করে পশ্চিমের বারান্দায় বৃষ্টি পড়ে তখন.......
লাজলজ্জার বালাই নেই..
আশপাশ ভিজে চুপচুপে
নিয়নবাতি তারা ভুলে যায় জ্বলতে,
এসব ভালো নয় মন, ভাল নয় রে......
প্রতি মুখে শুভেচ্ছা, মাথাপিছু হাসি থৈ থৈ -
এই, তোর একলা থাকা কই?
শুভ হোক সকাল,
শুভ হোক দিন,
বার্তায় যন্ত্রের মায়াবি আলো টুংটাং বিরতি আনে না,
মনে হয় না কাছেই আছি তবু...
অবাধ্য দমাতে অবোধ্য কথা আসে ,
শব্দেরা আসে,
বুঝিয়ে বলার নামে অস্বস্তির কানে শুনি চেঁচামেচি, ঘোর বিপদ..
এখানে ঝুরঝুরে মেঘে
চোখের সামনে ভিড় করে থাকে শূণ্য,
আমি এক দুই তিন বলে ফেলি...
কোনো কিছুই দৃষ্টিসীমা ছোঁয় না, শব্দ আসে না কোনো,
হোক না হোক
শেষ টা এভাবেই হয়ত..
সুচিন্তিত মতামত দিন