![]() |
~ কবি পরিচিতি ~ |
সৃজন
সৃজনের মাঠে চাই উন্মুক্ত সবুজ, ফসলের নতুনত্ব।
যদি ধাপে ধাপ উন্নতির কথা বলো
তবে, কলাবিদ থাকবে এর হালের বৈঠায় – বৈঠা চলবে মাকু দ্রুত,
বাইচে হবে দু'য়ের আগে যে সংখা, সে টি।
যে সৃজনে উঁচু থেকে সশব্দে গড়াবে জল –
চেতনার উত্তাল ঢেউয়ের বশ অগ্র্যাহ্য ঘোড়ারা
দু'চার লাফেই নির্বিঘ্নে টপকিয়ে যাবে সপ্তাশ্চর্য খ্যাত চীনের প্রাচীর।
উত্তেজনা থেমে গেলে দেখবে শান্ত-সমতার, মমতার
এমন উপমা এ জগতে অদ্বিতীয়।
কাছির দু'পাশ থেকে দু'দল যে ক্ষমতা দেখায়
বেরিয়ে সেখান থেকে ডিজিটাল বাঁক বদলানোয় হবে
লেখাটি নায়ক।
নায়িকার মনের নগর দখলের
তারারূপ, পুষ্পরূপ শব্দমালা জড়ো হয়ে জ্বলবে,
ঘ্রাণের গৌরবে নাচবে গাইবে পলাশ দিনের বহতা বাতাস,
গদ্যের নিরস বোদ্ধাটিও যে খবরে নড়েচড়ে –
কলমে কি এমন যৌবন?
সুচিন্তিত মতামত দিন