
কবি পরিচিতি
""চাঁদের হাট"
ভোর,
আজ একটু দেরি কর;
ঐ দেখ
রাতের আকাশটা কি সুন্দর জ্বল জ্বল করছে
কেনো বলতো??
অাকাশে যে চাঁদের হাট বসেছে...!
কত শত কবিতা পাঠ করছে তারারা...!!
জানিস,
ছেড়া পাতার উপন্যাসে স্বঘোষিত-
তাদের নাম-
কেউ বা নীল, কেউ বা ধ্রুব
ওরাই যে দেখায় পথের নিশানা-
কলমের আঁচড় টানে শেখায় ;
প্রতিবাদের ভাবনা বোনা....!
এমন সুন্দর কল্পনা অার এমন সুন্দর ভাষা
যেন মনে হয়,
মেটায় পর জনমের আশা... !
শোন
ওদের দর্শকও প্রচুর...!
করতালিতে বরণ করে জনপ্রতিনিধির সুর.. !
না ভোর,
ওদের অহংকার নেই ......... !
বালাই ষাট;
ওরা যে শিক্ষিত বুদ্ধিমান;
মানুষ গড়ার কারিগড় ওরা....
সমাজে অাছে প্রতিপত্তি অার সন্মান।
অবাক হলি ভোর...?
ওরাই করে গর্জন,ওরাই তোলে ঝড়
ওরা যে সু-নামি,ভরা বর্ষার প্লাবন।
ঐ দেখ খসে পড়ল
একটি তারা ...... বিষাদ হল নীল!!
- শিলিগুড়ি -
সুচিন্তিত মতামত দিন