সত্যময় উজ্জ্বল


কবি পরিচিতি



রিপু



ষড় রিপুর জ্বরা করে আমায় তাড়া।
এ ভব সংসার আমায় করেছে অসার
জীর্ন আমি শীর্ন আমি উচ্ছনে যাই বারবার।
এ সংসার মায়ার বাধন
ছাড়িতে পারিনা আমি,
করিতে পারিনা এ অসাধ্য সাধন।
মনে শুধু আশা কভু মিটেনা পিয়াসা।
শুধু পিছু টান করিতে পারিনা মনন।
তবু এই করি আমি আকিঞ্চন
পুজিব তোমার রাঙা চরন।
ঐ চরনে দেব আমি অঞ্জলী
তুমি দাও মোরে চরন ধুলী।
তোমার ঐ চরন ধুলী মাখব গায়
শান্ত হবে আমার মন প্রান।
আমার রিপু আমি করিবো বলিদান।

- ঢাকা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.