তামিম মাহামুদ সিদ্দিকি






মনুমেন্ট




বহুতলের আত্মহুতি যখন প্রচণ্ড নিনাদে রক্তাক্ত হচ্ছিল-
আমি তখন আলিশান রবীন্দ্রসঙ্গীত শুনি-
' আমার খোলা হাওয়া...'।
ঘোলা চোখে বীভৎস লাশ; বাউলের একতারা জানে করুণ সঙ্গীতে-
গর্ভিণীর ছেঁড়া নাড়ী, ফুল, স্রাব...।

রাজনিতিক, বিধ্বস্ত শিল্পপতি জানে, এ মরণ শিল্পসম্মত।
মনুমেন্ট হবে।

আমি শুধু রবীন্দ্রসঙ্গীত ছেড়ে বিপ্লবী হাতুড়ি ধরেছি,
এই ভয়ে
- সাভারের রেশমা দি যদি আমার টুটি চেপে ধরে!

- ঢাকা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.