ইন্দ্রাণী সরকার






স্বাধীনতার প্রাক্কালে 




এক একদিন যখন ভোরের আকাশে তাকাই
দূরে দেখি পাঁচমিশালী রঙের আলপনা ।
সৃষ্টিসুখের উল্লাসে প্রকৃতি রং ঢেলে সাজায় বহির্বিশ্বকে ।
পরাধীন ইচ্ছেরা ফানুসের মত আকাশে উড়ে যায় ।
মেঘে মেঘে কানাকানি শুরু হয় ।
আকাশে উড়ে যায় স্বাধীনতার খুশি আর হাসির ফোয়ারা ।
নতুন দিনের নতুন সূর্য্য বহন করে আনে স্বাধীনতার বাণী ।
আর নয় বন্ধন, আর নয় পরাধীনতার গ্লানি ।
আজকের এই শুভ দিনে সবাই বলে উঠি
"সকল কলুষ তামস হর, জয় হোক তব জয় ।"
সব বেদনার অশ্রু মোছানো সকালে
ছিঁড়ে যাক সব পরাধীনতার শৃঙ্খল ।
সমস্ত আকাশে বাতাসে অনুরণিত হোক
চিরমুক্তির শপথ ও মানবিকতার জয়গান ।

- নিউইয়র্ক - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.