ইফতেখারুল হক



কবি পরিচিতি



নারী মুগ্ধতা



এক আশ্চর্য নীরবতা উঠে আসে চোখে
এক আশ্চর্য চঞ্চলতা ফুটে উঠে মুখে
এক আশ্চর্য আলোড়ন দেহের ভাঁজে ভাঁজে,
মৃদু চওড়া হাসির ভেতর কি এক সাংঘাতিক আহ্বান
বিছানার চাদরে ভেসে ওঠে সর্বনাশের কলা কৌশল
আজ রাতে ক'টি খুন হবে ?
একটি ? একশোটি ?
হোক, খুনে মুগ্ধতা ছড়িয়ে যাক ।
কড়া রোদের মতন দেহের প্রত্যেক স্থানের আলোয়
মুছে যাবে খুনের সংবাদ ।
গত রাতে মৃত হওয়া শালিকের হৃদয় গুলো
পুড়ে ছাই হবে, আকাশে উড়বে শোকের সংবাদ;
তবে বেলা এদিক থেকে ওদিক গড়াবার আগেই
পুনরায় শুরু হবে আয়োজন, চলবে মুগ্ধতার মাঝে খুনের প্রস্তুতি !
চলুক, আরও খুন হোক আরও মুগ্ধতা ছড়াক ।
এক আশ্চর্য সন্ধ্যায় নামে শীতলতা
এক আশ্চর্য রাতে নামে জ্যোৎস্নালোক
এক আশ্চর্য তাপে ঝরে পড়ে রক্তবিন্দু ।
মুগ্ধতায় ক্ষত হোক ক্ষতস্থান পূর্ণ হোক ।
দেহের ভাঁজে আলোড়ন, মুখে ফুটা চঞ্চলতা
চোখের নীরবতা আর আশ্চর্য মাদকতায়
খুন হোক খুন
একটি অথবা একশোটি ।
ক্ষতি নেই, দায়বদ্ধতা নেই
রাতের কিংবা রোদের ।
শুরু থেকে শেষ পর্যন্ত চলুক নারী মুগ্ধতা !

- ঢাকা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.