
সিরিয়ার ছোটবেলাদের জন্য
ভোর রাত থাকতে রামধনু দেখার লোভে ছাদে উঠে মেঘে হাত পড়তেই
পেয়ে যাওয়া বিমূর্ত পরিচিতি; একে বলে ভালো হওয়া, রোগমুক্তি।
এবার রোগের প্রশ্ন, এই যে এতো বোঝা, এই যে অনেক বোঝা,
কাকে দেবো?
দিতে নেই সব, দেখতে হয়, সাত রঙের বদলে এগিয়ে আসছে লক্ষ কোটি...
নিষ্প্রাণ মোমের আলো
মিছিলে রাসায়নিক নীল কচি ঘুমন্ত।
প্রেমিকেরা প্রেমে মশগুল থেকো, কেউ প্রেমের আঘাতে অবশ
তবে রাস্তা ছেড়ে দাও, পালাতে দাও ওদের
অক্সিজেন প্রান্তে ছুটে যাক উদ্বাস্তু তকমার শৈশব।
যায় যায় দিন, শেয়ার মার্কেট উতার চড়াও
মাছের দর, আমের সিজ্ন শেষ, তদন্ত চাই বিষাক্ত ঘুমের
সকালবেলার চায়ের কাপে ঠোঁট পুড়িয়ে বিপ্লব
নৃশংসতার বিচার চাই, ফ্রেশ বাজার সেরে এসে...।
- কলকাতা -
সুচিন্তিত মতামত দিন