কবি পরিচিতি
হাতের মুঠোয় ভরছে
সব নিবো আপন মুঠোয়
কে কি করবে !
মুঠো থেকে চাইলে নিতে
সেই বিপদে পড়বে ।
এই ভাষাতে বলছে কথা
গড ফাদাররা ভাইরে
এর প্রতিকার করার মতো
কোনো লোক নাইরে !
আছে আছে অনেক আছে
তবুও ভয় পায়রে
অস্রের কাছে সবাই ভীতু
কে মরতে চায়রে !
এই সুযোগে গড ফাদাররা
বুক ফুলিয়ে চলছে
গড়ছে শুধু টাকার পাহাড়
হাতের মুঠোয় ভরছে ।
বুঝবি মৃত্যর পরে
কিসের আশায় যুদ্ধ খেলা
খেলছিস তোরা ওরে
ক'জন নেতা মারছিস বল
তোরা গুলি করে !
কবরেতে কোথা' পাবি বোমা !
দেখিস কিহয় হাল
ভেস্তে যাবে সব স্বপ্ন
সব পরিকল্পনা চাল ।
আর কতো মারবি মানুষ
বোমা গুলি করে
এর ফলাফল পাবি তোরা
বুঝবি মৃত্যর পরে ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন