রমা চোঙদার



কবি পরিচিতি



পৃথিবী শান্ত হোক




বাতাসে এখন ফুলের নয় বারুদের গন্ধ ভাসে ...
সোঁদা গন্ধ নেই মাটিতে জেগে থাকে জমাট
রক্তের গন্ধ ...
*
আকাশের উজ্জ্বলতায় বহুমূল্য মিশাইল
ছোটে চোখের ধাঁধায় ,
হাড়- পাঁজরা বেরোনো ছোট্ট ছেলেটি ট্রেনের
কামরায় ঝাড়ু দিয়ে চিনছে জীবন , তখনই
শ্যাম্পেনের ফোয়ারা ছোটে কোন ফাইভ স্টার
হোটেলে ,
কোথাও ভালবাসায় অন্তিম
পরিণতিতে ড্রেনে ভাসে নবজাতক
কোন এক বৃদ্ধাশ্রমের জানলা- গরাদে স্বপ্নের
ফানুসে ওড়ে অসহায় মা *
ইচ্ছা করে ,
বন্ধুকের নল গুড়িয়ে দিই , শিক্ষা - চেতনায়
ছেলেটির হাতে থাক কলম ও বর্ণপরিচয়
সাজানো সংসারে বৃদ্ধা মা পান
মুখে নাতীকে দেখিয়ে দিক চাঁদের বুড়ির ঘর *
লোভ - হিংসা - দ্বন্দ্বে -
আগুনে ভরা বারুদে দাউ দাউ
জ্বলতে থাকা পৃথিবীকে ভালবাসার ধারায় স্নান
করিয়ে দিয়ে যাও আজকের ধর্মাশোক.......

- বর্ধমান - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.