লাল কেল্লায় আজ নিশান উড়বে বাদ্যি বাজবে স্যুট বুট আর খাদি পরা ঘ্যামা লোকজন টি ভি র সামনে পতাকা তুল্বে বা বাইট দেবে ... এসব দেশপ্রেমের ঘটনা যত মন দিয়ে আপনি উপভোগ করবেন আর সামাজিক মাধ্যম গুলিতে নিজেকে তিনরঙে ছুপিয়ে ছবি শেয়ার করবেন যতবার আন্থেমের সাথে উঠে দাঁড়াবেন যতবার লতার গলায় দেশপ্রেমের সি ডি বাজিয়ে প্রতিবেশীকে স্বাধীন ভারতের খবর দেবেন ততবার আসলে আপনি নিজের পিঠ চাপড়ে দেবেন মনে মনে ...
ভক্তবালা সহিসের বৃদ্ধভাতার খাতা থেকে অজ্ঞাত কারণে নাম বাদ হয়ে গ্যাছে , আজ সরকারী অফিসে গ্যালে কাজ হবে না , কারণ পতাকা তোলার দিন , কেউ মনে করিয়ে দ্যায় নি , সাত কিলোমিটার রোদ্দুর হেঁটে ফিরতে হবে ঘরে , কালকের পান্তা দিয়ে চারটের সময় উপোস ভাঙবে পঁচাত্তর বছরের নিঃসন্তান একলা বিধবা ... মৃণাল বসু শিক্ষিত বেকার , টেট পাশ করে অজ্ঞাত কারণে ইন্টারভিউ তে ডাক পায় নি, আন্দোলনরত , সেও জানে , আজ যুদ্ধবিরতি , আজ আর ধর্না দিতে হবে না ...
গুঞ্জন স্কুল যাবার পথে পুল কারের ড্রাইভার কাকুর অসভ্যতার শিকার হয়ে ট্রমাতে আর ঘর থেকে বেরতে চাইছে না , মা টি ভি খুলে আট বছরের মেয়েটিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখাচ্ছেন ...সামরিক বিমানের ককপিটে প্রতিভা পাটিলের ছবিটা দেখিয়ে বাবা বলেছিলেন , ‘মেয়েরা সব পারে মামনি , শুধু ইচ্ছে থাকতে হয়’ , ড্রাইভার কাকুকে কিভাবে সামলাতে হবে মা বা বাবা শিখিয়ে দ্যান নি ...
লেখিকা পরিচিতি
লেখিকা পরিচিতি
- রায়গঞ্জ , উত্তর দিনাজপুর -
সুচিন্তিত মতামত দিন