কবি পরিচিতি
স্বাধীনতা
দুশো বছরের পরাধীন
তা শেষে
জাতির আকাশ পটে
লভেছে উদয় মুক্তি সূর্য
অমানিশার জাল কেটে।
কত শহীদের রক্তে রাঙানো
সাধের স্বাধীন ভূমি
আজি ভারতের স্বাধীনতা দিনে
তোমার চরণ চুমি
স্বাধীন আকাশ স্বাধীন বাতাস
তবু এ কেমন স্বাধীন দেশ?
বন্ধন তোর ঘুচিল না মাগো
রক্তে রাঙানো বেশ।
দেশটা হয়েছে ভাগাড় এখন
স্বাধীনতা মরা গাই
শকুনবেশী দেশ ভক্তেরা
ছিঁড়ে ছিঁড়ে তাই খায়।
এ দেশ আমার আমি এদেশের
আমার এ অহংকার
আজি স্বাধীনতা দিনে
তোমার চরনে হাজারো নমস্কার।
- নিউ দিল্লী -
সুচিন্তিত মতামত দিন