নীল তারা (সঞ্জয় সোম)



কবি পরিচিতি


স্বাধীনতা ও পরাধীনতা 




কেমন আছো মা ? আজ তো তুমি স্বাধীন
আজ তোমার বহু কোটি সন্তান
আপন দম্ভে আর গৌরবে বিরাজমান।
তোমার দুঃখ কিসের মা ?
বেড়েছে পথের দুই ধারে অনাহারীর সংখ্যা
স্বাধীন বুকে নোংরা রাজনীতির  আশঙ্কা ।
আশঙ্কার বাকি আর নেই মা !
তোমার স্বাধীন বুকেতেই পরাধীনতা
হাজার হাজার চিৎকারে চাইছে স্বাধীনতা ।
এ কেমন স্বাধীনতা মা ?
ফিরেঙ্গি গিয়েছে বহুকাল আমরা ছিলাম গুটিকয়েক
ক্ষুধার্ত নিবস্ত্রের স্বাধীনতা আর পরাধীনতা সবই এক।
এ কেমন স্বাধীনতা মা ?

- জলপাইগুড়ি - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.