
কবি পরিচিত
আমার আমি
নিশিদিন তার যাওয়া আসা
যেন কালার বাঁশি
যত বলি
ভালবাসি ভালবাসি ভালবাসি
তার কি হুঁশ আছে, নিত্যি ফেরে পাছে
যত দিই চায় আরও
রাগ বাড়ে আমারও
তবে কি তুলব শিকেয় ঘরকন্না?
সে পারব না।
তাই আসেনি আবার কয়েকদিন
সেই ভেবে যেই বুকে চিনচিন
স্বমহিমায় আবার হাজির
বদের নাজীর।
এবার আমিও হয়েছি কড়া
নিয়মের বেড়া, লাগিয়েছি চারিদিকে
তবু কি শান্তি টেঁকে? এসেছে ঠিক
এমন সে নির্ভীক, বেড়া কেটে
বলয় ভেঙ্গে নিরাপত্তার, বলে গেল
ঠেকাও আমায়? অংশ তোমারি স্বত্বার।
আমিও তখন বসে ভাবি, ঠিক যে সবই
একটি আমি ঘরগুছুনি সারা দিনমান
আরেকটি সে মুক্ত, যেমন আসমান।
- কলকাতা -
সুচিন্তিত মতামত দিন