গল্প কথা


কবি পরিচিতি




- শূন্যতার নীল -




কখনো কখনো ঘরে বাহিরে
থমকে থাকা সময়ে
কিছু করার থাকে না ,
অন্তর্দৃষ্টি,বহিঃ দৃষ্টিরা
চার দেওয়ালের  নির্জন কোণে
বালিশে মাথা রাখে
বিছানায় শুয়ে ।
মেলে দেয় শুন্য দৃষ্টি ছাদে ,
ছাদটাও যেন!
কখন আকাশ হয়ে ওঠে !
সংকুলান মন লোভী হয়ে গেলে
হাত বাড়ায়ে আকাশ ছুঁতে যেয়ে
ছাদ উঠে যায় উপরে
আরও উপরে নাগালের বাহিরে ,
দৃশ্যটি তবুও আটকে আছে
শূন্যতার নীল বলিরেখার ভাঁজে ।


-যুক্তরাজ্য  - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.