হরিশঙ্কর রায়


কবি পরিচিতি



প্রেম এবং পুরুষ~





হাতটা ধরো,
দ্যাখো, কেমন শিহরণ জাগে,
কেমন পরিপূর্ণ লাগে ।
আর একটা হাত ধরে নাও
বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে যাক ;
এক মাইল দু'মাইল করে করে
বুকের কাছে স্বর্গ নেমে এল ।
পারিজাত, তোমার সৌরভ আমি পেয়ে যাই,
প্রেয়সীর ঘনশ্বাসে;
এবার জলকেলি হোক
জলদের বুকে ।
অতঃপর ঘর-সংসার ।
এভাবেই বুঝি লেখা হয়
প্রেম !
লেখা হয় প্রেম ও পুরুষ,
আঁকা হয় নন্দন,
অনন্ত যৌবন, অনন্ত সংসারে যুগে-যুগে...


- কৃষ্ণকুঞ্জ, রংপুর - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.