
কবি পরিচিতি
কিছু প্রশ্ন
প্রিয়তম,
তুমি কি আমার না বলা ভাষার
অধরা বাণী হবে ?
যখন থাকবে না আর কিছু বলার
তোমার কথাই কবে |
আকাশে যখন নীলের ছটা
মনে আঁধার ঘনঘটা
তুমি এসে আলো ঝরিয়ে
আঁধার সরিয়ে দেবে |
তুমি কি আমার কবি হবে ?
পাতায় পাতায় আমার কথা
আমার যত না বলা ব্যথা
সবার সাথে রঙ মিশিয়ে
রঙিন স্বপ্নে জড়াবে |
তুমি কি আমার খোঁপার মালায়
রজনীগন্ধা হবে ?
সারা সকালটা সুবাসে জড়িয়ে
আমায় ভরে রবে |
বলনা এমন কত কিছুই
যা আমায় তুমি দেবে |
সময় যাবে কল্পকথায়
তোমায় ভেবে ভেবে |
- নিউইয়র্ক -
সুচিন্তিত মতামত দিন