
কবি পরিচিতি
নিদারুণ
পায়ের সাথেই মেঘ জমে আছে,
আসা বা যাওয়া পথ উড়িয়ে শ্রেষ্ঠতম থেকে
উপরে ..
.. আরো উপরে এ এ.!
অবসন্ন বিদায়টুকু জুতো ভেঙে কেবলই ঘাম -
ফুঁপিয়ে ওঠা পুকুর বোঝে
...... হলুদআলোর আঁচলটি।
এযাবৎ যত বৃষ্টি, শিকড় চিনে নিয়েছে নিদান -
রাস্তার বুকে তছনছ পা,
স্বকীয় পদক্ষেপের প্রকৃত সময় জানতে চেও না-
জানতে চেও না কেমন করে
কখনোসখনো মেঘও চোখ বোঝে অপরূপ।
- কলকাতা -
সুচিন্তিত মতামত দিন