কবি পরিচিতি
উৎসব
অসংখ্য মুখোশের ভিরে
প্রজাপতি হয়ে উড়ে যায় কেউ...
আমি পারি না যেতে কোথাও;
কিন্তু ঈশ্বর পারে
সেদিন ঝিনুক কাটা উৎসবে,
ভ্রূকাঁপানো নৃত্যের শেষ মুদ্রায় এসে
আমি ও ঈশ্বর চুরি করেছিলাম,আমাদের মুখোশ
আর তাতে এঁকে দিয়েছিলাম -
ঘূর্ণিত পাখির চিহ্ন!
কিছু দূরে চূড়ায় দাঁড়িয়েছিল বিপ্লবী কার্তুজ...
- বরিশাল -
সুচিন্তিত মতামত দিন