নাহিদ ধ্রুব






তোমাকে হারানোর পর কিছুই থাকবে না আমার 




আত্ম-রূপান্তরিত কষ্টেরা বলে তোমাকে হারানোর পর কিছুই থাকবে না আমার
মগজ, পেশী ,ওষ্ঠ , হৃদপিণ্ড এমনকি প্রহর-ভর্তি তোমার হাতও পাবো না খুঁজে
সরল দোলকের পেন্ডুলামের মতো ঝুলে যাবো – জেব্রা ক্রশিংয়ে চাপা খাবো ট্রাকের
কিংবা সান-স্ট্রোকের ভয়ে ছায়া খুঁজবো , সেখানে পাগলা কুকুর তাড়া করবে আমাকে
অশ্রুভরা উপত্যকা ছেড়ে জনপদে আসলে মনে হবে তছনছ তারের জটিলতা
প্রচণ্ড গরমে বৃষ্টি নামলে মনে হবে বিদ্যুৎস্পৃষ্ট নারীর কথা – এসিড ছুঁড়ে মারবে
হ্রদের মতো আমি বিশ্বস্ততায় বিম্বিত হবো কফিনের অন্ধ আঁধারে।

মহিমান্বিত-মিথ্যুক বোধ বলে তোমাকে হারানোর পর কিছুই থাকবে না আমার
শিশুর প্রতি মায়ের ভালবাসা , ক্যাফেটেরিয়ায় ধোঁয়াটে অপেক্ষা কিচ্ছু রবে না
যুদ্ধে যুদ্ধে ভরে যাবে মনুষ্য স্বত্বা – কনসেন্ট্রেশন ক্যাম্পে হবে অ্যানাটমি শিক্ষা –
পুঁজিবাদী অস্ত্র সভ্যতার কাছে। মিলিটারি হবে মীরজাফর রাষ্ট্রদ্রোহিতার নামে।
শিশুদের হাতে উঠে আসবে হাত বোমা , পার্কে পার্কে ধর্ষিত হবে বিবস্ত্র প্রেমিকা
গোলাপের পাপড়ি হাতে – আমাকে নিয়ে দর কষবে এক দল পূর্ণ জুয়াড়ি।

ফ্যাসিবাদী স্বপ্নেরা বলে তোমাকে হারানোর পর কিছুই থাকবে না আমার
পৃথিবীর সব গাছ যাবে মরে- পশু-পাখি মরে যাবে বাস্তুসংস্থানের অভাবে
মরুভূমি হয়ে যাবে সাদাকালো -মানুষ মরবে দুর্ভিক্ষ – অনাহারে
গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়বে অমিত সম্ভাব্য কবি; ভৃত্য হয়ে পড়ে থাকবে-
চিত্রকারের ছবি। গান গাইলে করা হবে আজীবন বন্দী।
চিন্তান্বিত ফুটপাতে গড়াগড়ি খাবে শিক্ষা – ভিখিরি আর কখনও মাথা তুলবে না।
বন্ধু চালাবে ছুড়ি বন্ধুর পেটে – বিপদ সংকেত না দিয়ে আসবে সুনামি
বিষুবরেখারা সরে গেলে ধ্বংসস্তুপের মধ্যে বেজে উঠবে আমার প্রেত হাসির শব্দ।

বঞ্চিত প্রনয়ের একাকীত্ব বলে তোমাকে হারানোর পর কিছুই থাকবে না আমার
সময় থেমে যাবে যা শুরু হয়েছিল তোমার জন্মে – জ্বলে উঠবে ট্রাফিকের লাল বাতি
হাজার বছরের নাগরিক জ্যাম ঠেলে নগ্ননৃত্যে মেতে উঠবে একদল পাগল সন্ন্যাসী
যাত্রীবাহী বিমান গুলো হয়ে যাবে বোমারু বিমান – সংসদে শোণা যাবে পশুর শ্লোগান
চামারের হাতে উঠে আসবে ছাপ্পান্ন হাজার বর্গমাইল – বঙ্গোপসাগর শুকিয়ে হবে কাঠ
অশুদ্ধ রক্ত – মাংসে ভরে যাবে বাসরঘরের খাট। কিচ্ছু থাকবে নাহ –
তোমাকে হারানোর পর কিছুই থাকবে নাহ আমার – না আমি কিংবা তুমি!


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.