কবি পরিচিতি
তোমার চিঠি
তোমার চিঠি পেয়েছি আজ
আকাশমেঘ বেলা
তোমার সাগর জল থই থই
নীলরঙাপাড় খেলা ।।
চিঠির আখর ছড়িয়ে দিলে
বৃষ্টিঝরা সাঁঝে
আসবে তুমি একলা আপন
মনহারানো কাজে ।।
চিঠির পাতে লিখেছিলে
রামধনুরং দিয়ে
জ্যোস্না মায়ায় ভাসবো দুজন
চাঁদসাথীকে নিয়ে ।।
সুরের আভাস ভিজিয়ে দেবে
সুরবিলাসী মন
ভাবছি বসে তারার আলো
দিকহারানো ক্ষণ ।।
কোন দেশে রও চুপটি করে
সাতসাগরের তীরে
হারিয়ে যেতে আসবে আবার
স্বপনমায়া ঘিরে ।।
পারিজাতের কাননে আজ
পরাগরেণু ঘ্রাণ
তোমার অভিষেকের তরে
বাঁধনহারা প্রাণ ।।
- কলকাতা -
সুচিন্তিত মতামত দিন