
কবি পরিচিতি
বিসর্জন
সারাদিন রোদ্দুর লুকোচুরি খেলেছে বারান্দায়
মনের নিভৃতে এত কথা লুকিয়ে রেখেছিল
তা বুঝি খেয়াল করেনি কেউ।
কান্নাভেজা শূন্যতায় মেঘের বুকেও,
বেজে ওঠেছিল হয়তো বিদায়-বাঁশি।
আলমোড়া ভাঙ্গা বৃষ্টির উচ্ছাস,
তীব্র থেকে তীব্রতর হয়েছে ক্রমশ।
বিদায়ের করুন সুর অনুরণিত হয় বাতাসে।
ঠিক সেই বৃষ্টিমুখর সন্ধ্যায়
বিজয়াদশমীর বিসর্জন ঘাটে যা ঘটেছিল
তা স্বপ্নেও দেখতে চাইনা কোনদিন।
আজ লক্ষযোজন দূরে বসেও
এই কথাগুলো মনের প্রান্তরে ভীড় করে।
দুঃখে ভেজা জমাটবাঁধা যন্ত্রনাগুলো,
আজ শিলাবৃষ্টি হয়ে নেমেছে।
অনেক দিন ভেবেছিলাম,
বৃষ্টির শব্দ শুনবো না আর কোনদিন।
সেই রাতে মায়ের কোল খালি করে
চোদ্দ বছরের তরতাজা ছেলের বিসর্জন
আজও হৃদয়ে বেদনার্ত হাহাকার ছোঁয়া
এক সকরুন দাগ রেখে গেছে।
সুচিন্তিত মতামত দিন