অর্ঘ্য চট্টোপাধ্যায়






মন-বমিতে 

 
 
কাহিনীগুলো  একটু অন্যরকম।
একের সঙ্গে একের অকস্মাৎ 
সন্ধি,  যখন  মাঝ-গঙ্গায় রাত... 

ওনার কথায়, অন্তে অমিল নেই 
সবার মধ্যে   দেদার টোকাটুকি 
চোখ থেকে সব আপলোড হয় মনে 
ধন্দে বাঁচি সঠিক নাকি মেকি  

মন-বমিতে হচ্ছি বেসামাল  
ঠাওর পেলে জানবে নাতো কাল 
স্পাই তুলেছে অসম্ভবে ছবি

অস্তাচলের শেষ দৃশ্য সবই 
রাতের হাতে রইলো বাকি এক 
ফরম্যাটে ঢাল তো , এবার দ্যাখ  ...।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.