দর্শনা বোস


কবি পরিচিতি




কেড়ে নাও 



যে তোমার ধানের শীষে
আমাদের সুখ ঠিকানা
সে ধানেই জমল যে বিষ
প্রলয়ের মালিকানা ।

যে আকাশ ঢাকছে আমার
ক্ষুধা আর ক্লেদের গ্লানি
সে ভিটে লুঠ করে সুখ
এ যুগের অমোঘ বাণী ।

দুরাচার  ভ্রষ্টাচারের
এ কেমন স্বাধীনতা
তাদের ঐ রক্ত বিকোয়
নিদারুণ এ ব্যর্থতা ।

মা তোমার চোখের জলের
হিসেব আর কেউ রাখে না
ভোরের ঐ জবা কুসুম
কেড়ে নাও , আর দিও না ।

- দমদম / কলকাতা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.