
বাংলার মানচিত্রে বঙ্গবন্ধু---
নিষ্ঠুরতার মুখোশ এঁটে বঙ্গবন্ধুকে যারা হত্যা করল
তারা বুঝতে পারেনি মৃত্যুতে সব নিশ্চিহ্ন হয়ে যায় না।
বঙ্গবন্ধু বেঁচে আছে বাংলার মৃত্তিকায়
বঙ্গবন্ধু বেঁচে আছে কবির কবিতায়
বঙ্গবন্ধু বেঁচে আছে শিল্পীর তুলিতে
বঙ্গবন্ধু বেঁচে আছে সাহিত্যের ঝুলিতে।।
মীরজাফর’রা ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল
তারা বুঝতে পারেনি বঙ্গবন্ধু মানেই ইতিহাস।
তিনি মিশে আছেন ৭ই মার্চের ভাষণে
তিনি মিশে আছেন শ্রদ্ধার আসনে
তিনি মিশে আছেন স্বাধীনতার সংগ্রামে
তিনি মিশে আছেন কৃষকের ঘামে ।।
বঙ্গবন্ধুর বিজয়গাঁথা গৌরব যারা কবর খুঁড়তে চেয়েছে
তারা ভাবতে পারেনি বাংলার মানচিত্রে তিনি বেঁচে থাকবেন।
মানচিত্রে তিনি সূর্যের মত সত্য
মানচিত্রে তিনি নক্ষত্রের মত আলোকিত
মানচিত্রে তিনি লাল সবুজের মাঠ
মানচিত্রে তিনি ইতিহাসের পাঠ ।।
বঙ্গবন্ধুকে যারা হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সবকিছু
তারা ভুলে গিয়েছিল কৃর্তিমানদের মৃত্যু হয় না।
বঙ্গবন্ধু বেঁচে আছেন ইতিহাসের পাতায়
বঙ্গবন্ধু বেঁচে আছেন সংগ্রাম স্বাধীনতায়
বঙ্গবন্ধু বেঁচে আছেন বাংলার ঘরে ঘরে
বঙ্গবন্ধু বেঁচে আছেন মানুষের অন্তরে ।।
- নিউইয়র্ক -
সুচিন্তিত মতামত দিন