
কবি পরিচিতি
সময় অসময় ••••••
সূর্য উঠেছে মাত্র
রাত পোহায়নি এখনো,
থেমেছে কি বেদনার গান
নিপিড়ীত মানুষের যাতনা !
গাড়ীতে জীবন্ত দগ্ধ
ফুটপাতে ইভটিজিং,
রাস্তায় ছররা গুলির আঘাতে
ঝাঝরা অবুঝ শিশুর লাস।
ঘরে রহিমার কান্না,
স্বামী নাই কোলে দুধের বাচ্চা,
একটা চাকুরী চাই
ধনীদের ধারে ধ্বর্না।
সমাজপতিদের চেহারা ---
পেটে বাচ্চা, ছি ছি ছি … নষ্টা।
বিচারের নামে প্রহসন,
দোর্রা ---- ১০১ টা।
আপমান আর তিক্ততায়
কখন মা ভুলে অবুঝ শিশুর কথা !
অতএব, মায়ের গলায় ফাঁস
দুধের অভাবে নবজাতকের মৃত্যু।
আকাশে বাতাসে শুনি
অভুক্ত শিশুর কান্নার প্রতিধ্বনি।
এ কেমন সময় অসময়
জীবনে আমাদের প্রতিদিন,
যদি উঠে রবি শশি-----
দেখিব সাম্যের শক্তিই বেশি।
- বাংলাদেশ -
সুচিন্তিত মতামত দিন