
কবি পরিচিতি
ঈশ্বরমুখ
সারি সারি কচিকাচা মুখে নিষ্পাপ ঈশ্বর পবিত্রতা
হাতে অর্ধবাঁকা টিনের থালা
তাতে পড়ে পাকা মোটা স্বর্ণের দানা ।
এ যাবৎ ওদের মণিকাঞ্চন মূল্যহীন
ক্ষিদের বুকে সারাবছর ডাল হলুদ জল
ম ম গন্ধ ওড়ে ,উল্লাস ডাগর চোখ ।
*
অনেকেই যায় আসে ----
যারা আসেন সবচেয়ে ছোট চারাটা বেছে
তুলতে চায় ঘরে , নতুন
টবে সাজায়,নতুন নাম, নতুন পরিচয় পায় ।
যেগুলো একটু ডাগর বা বাড়ন্ত , তারা
ঘৃণায় থুতু ছেটায় মায়ের গর্ভমুখে ,
গোত্রহীন জন্ম আজন্ম স্তোক লিখে যায়
জীবন বিড়ম্বনায় ।
*
ওরা তো আকাশ চেনে না ,মাটিও ছোঁয়নি
তাদের , শিরা - উপশিরায় পাপের নীল বিষ
নিষ্পাপ মুখ চিনেছে শুধু অজস্র অভিশাপ ...।
- দিল্লী -
সুচিন্তিত মতামত দিন