সার্ভানু দাশগুপ্ত


কবি পরিচিতি




নখ 




একটা সবুজ নখ পড়ে আছে
সাধুর মেঝেতে ,
সে ভুলেছে এতো দিনের রক্তপাত
মেনে নিয়েছে মাষকলাইয়ের জাত
কোনও এক রাতে ।

শান্ত বাতাস কাছে এসে বসেছিল তার,
সমস্ত অপরাধ ভুলে
ক্রমশ সবুজ হতে হতে
ত্যাগ করেছে সে লোহিত সেতার ।

- কলকাতা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.