
কবি পরিচিতি
স্বাধীনতা মানে
স্বাধীনতা মানে মুক্ত হাওয়ায় শ্বাস নেয়া
স্বাধীনতা মানে সুন্দরের প্রতি দৃষ্টি দেয়া
স্বাধীনতা মানে সত্যের পথে এগিয়ে চলা
স্বাধীনতা মানে স্বাধীন ভাবে কথা বলা
স্বাধীনতা মানে যার যার আশা পূরন
স্বাধীনতা মানে রঙ্গীন স্বপ্ন সব বাস্তবায়ন
স্বাধীনতা মানে খাঁটি মাটিকে আঁকড়ে ধরা
স্বাধীনতা মানে মাটিকে শত্রু মুক্ত করা
স্বাধীনতা মানে নতুন প্রজন্মকে শিক্ষিত বানানো
স্বাধীনতা মানে নতুন প্রজন্মকে সুপথ দেখানো
স্বাধীনতা মানে পরাধীনতা থেকে মুক্তি পাওয়া
স্বাধীনতা মানে নির্ভয়ে শান্তিতে নিদ্রা যাওয়া ।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন