
প্রেক্ষাপট
বর্জ্য বীজগুলির মধ্যেই সৃজনশীলতার অঙ্কুর ,
প্রস্ফুটিত হৃদয়ের কোমলতায় শিহরিত ।
দিগন্ত বিস্তৃত চাহিদার মাঝে হারিয়ে যাওয়া
হঠাৎ কালো মেঘ , ঘনীভূত অন্ধকার ,
ডাস্টবিনের পাশে কুকুরটাও চেঁচিয়ে ওঠে ,
দূরে সানাই-এর সুর ভেসে আসে ।
অনিশ্চয়তার বাঁধনে নতুন লাইফস্টাইল ,
ধর্মঘটের কবলে স্তব্ধ জনজীবন ।
তমসায় আচ্ছন্ন পরিবেশে একাকীত্বের ছায়া ,
চিন্তার গভীরে নিমজ্জিত মস্তিস্কে সময়ের হাতছানি ।
উদাসী বাতাস উদাত্ত কণ্ঠে গেয়ে যায় মর্মর সঙ্গীত ,
ইচ্ছে ডানার সরণী বেয়ে অপেক্ষায় থাকে মন ।
নস্টালজিয়ার মোড়কে ফ্যাশন-দুরস্ত মানুষ ,
উপলব্ধি করে ভবিষ্যৎ জয়ের দুরন্ত ইচ্ছা ।
পুরনো স্মৃতির অ্যালবামে স্বপ্নরাশির বেড়াজাল
ভেদ করার প্রতিশ্রুতি আজও অম্লান ।
নাগরিকের শালীনতায় ব্যস্ত দিশেহারা মানুষ ,
ডাকাতি , রাহাজানি , ধর্ষণ-- প্রাত্যহিকের দিনলিপি ।
উন্মত্ত জনতার হাতে প্রহৃত ছিন্নমূল নাগরিক
কলোণীর এককোণে বেড়ে ওঠা সংসার ।
কাজের সন্ধানে ব্যস্ত যুবক
জীবনের ইতি টানে বাসের চাকায় ।
অবৈধ সন্তানের জননী রমণী নির্বাসিতা
ভিক্ষার ঝুলি হাতে বাঁচার আশায় ।।
- রানাঘাট / নদীয়া -
সুচিন্তিত মতামত দিন