![]() |
পরিচিতি |
বোধিপর্ন
আর কিছু মুহূর্ত মাত্র
ঠিক খুঁজে নেব নরম একটা কোল,
দানা দানা উষ্ণতায় মৃদু
উঠোনের মায়াবী গন্ধ।
জবা গাছে এমন গন্ধ পেয়েছি বহুবার-
মা বলে ডেকেছি অল্প স্বরে।
দ্বৈত টানে নিজেকে ধমকেছি,
আদর করেছি, ভালোবেসেছি..
আপন-তম হয়ে উঠেছি নিজের কাছে আরও।
স্মৃতি এরকমই..
এভাবেই নড়েচড়ে ওঠে
বোধ গুলো আরো প্রখর
জ্বরো রুগীর মতো উষ্ণ,
সবকটা কোন দেখে নিই শেষবার
ঈশান.. নৈরৃত.. অগ্নি
কোন আকাশে কি রং,
কোন আকাশ উড়িয়েছে বিষাদের হাঁস...
গন্তব্যের শুরুতে শুধু দমবন্ধ অপেক্ষা
বসে আয়নার মুখে,
আমি মুখ দেখি, মুখ আমায়..
বড় বেশী ঘুম লেগে আছে চোখে।
- কন্টাই -
সুচিন্তিত মতামত দিন