হরিশঙ্কর রায়


কবি পরিচিতি




কোষ্ঠী~



শোন, আমি শশী বলছি !
আমার কোন প্রখরতা নেই,
তবু আলোয় মৃদু হেসে দিই,
নেই কোন মাদকতা ; অথচ ভালোবেসে কলঙ্কিনী নারী বলে
উপসংহার টানো ।
জানো, আমারও তো যন্ত্রনা আছে !
বুকের গভীরে ক্ষতগুলো
দ্যাখো,
কেমন দগদগ করে !

সৃষ্টি ও প্রলয়ের প্রতীক্ষায়
তবু যেন বেঁচে থাকা ।

বালিকা, "তুমি ধর্ষিত হও, সন্তান প্রসবে বেঁচে থাকো,
এক বুক যন্ত্রনা বুকে নিয়ে ।
আমি নষ্টচন্দ্র তোমার কোষ্ঠী বিচার করি ।"


- কৃষ্ণকুঞ্জ, রংপুর -

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.