
জীবনের জল ও ঘাম
কর্ম করো, শ্রম দাও
পেশীর ক্লান্তিতে বেরিয়ে আসবে সফল ঘাম,
শ্রমেই হবে সার্থক জীবন রচনা
ন্যায্য দাম।
ক্ষণিকের শান্তনা, আর
বিনা শ্রমে পাওয়া যায় যা,
কোন কিছুই
দীর্ঘক্ষণ থাকে না তা ।
ফাঁকির পাওনা
ফাঁকিতেই যায়,
শ্রমের পাওনা
শরীরে সয় ।
চারা গাছে জল দাও
দেবে ফুল ও ফল ,
সযত্ন শ্রম দাও
ছায়া দেবে শীতল ।
শ্রম দাও শ্রম ।
- জলপাইগুড়ি -
সুচিন্তিত মতামত দিন