
দুইটি নৈর্ব্যক্তিক নূপুর’
পাওয়ার প্রত্যাশা নিয়ে মুখর আমার হৃদয়
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ
কতোটা জীবন আর নীল অভিমানে পুড়ে একা
দ্বিধাগ্রস্ত জেগে থেকে বুকে নিয়ে বিনিদ্র রাত!
তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে হয়েছি জমাট শিলা
বাইরে তুমুল বৃষ্টি চেতনায় তীব্র বৃষ্টিপাত
মনে পড়ে স্টেশন ভাসিয়ে বৃষ্টি ?
হেমন্তের বিবর্ণ পাতার মতো ঝরে গেছে
বর্ণমালাহীন শূন্যতায়
জলের আহ্লাদে আমি একা ভেসে যাবো
চপল ডানায় হাওয়া লাগা দিগন্তলীন কোন পাখি!
নানন বিন্যাসে শূন্যতা গেঁথে নেয়
দুইটি নৈর্ব্যক্তিক নূপুরে অর্থহীনতার পরপরে!
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন