হরিশঙ্কর রায়




প্রতি সত্তা~



মাধবীগুচ্ছো ফুটে আছে থরে থরে-
অন্তর দহন শেষে স্নিগ্ধ বৃষ্টির জলে সিক্ত হয়েছে,
তবু আমি দূরান্তের স্বাতী খুঁজে যাই ।

এখনও আষাঢ়ী গান ভেসে আসে
থৈ থৈ  প্লাবন জলে হংসমিথুন খেলে যায়,
কাদা মাটির সোঁদা গন্ধে
ভরে আছে বুক
তবু তুমি,
তুমি দূর অদৃশ্য থেকে বিরহ আমার দেখে যাও ।

শুধূ খুঁজে যাই
র্স্পশহীন মাধবীর ঘ্রাণে
বিগলিত জ্যোত্‍স্নার ঢেউয়ে
তুমি কিংবা তোমার প্রতি সত্তা ।

- রংপুর - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.