
দৈবত্ব
প্রিয় পাথরের জন্য
রক্তপাত;
বিভীষিকা না ধূম্রজাল !!
ছায়াপানে চেয়ে...
পিপাসিত আঁখি তৃষিত ভূষণে,
বৃক্ষরাজির শোভায় মূর্ছিত পথ;
ছায়াপথে অনির্দিষ্ট গ্রহ তারা
ধূলিত সূর্যকনার রেশ অসংখ্য,
উষাকালে ভোর হয়
গোধূলিলগ্নে সূর্যাস্ত..
আনাচে কানাচে ধিকিধিকি আগুন
জ্বলে;
প্রেম তব সুন্দরের পূজারী
শরীরেরও,
মন্দিরে পূজিত হয় দেবতা..দেবী;
মোমের বাতি গলে যায়..
প্রিয় পাথরে আজ রক্তপ্রপাত
আর
পাথরের দৈবত্বপ্রাপ্তি
হঠাত্ই .....
সুচিন্তিত মতামত দিন