অরুণ সেনগুপ্ত






বৃষ্টি      



বৃষ্টি ঢালে জানলা খোলা সুখ
উপচে পড়া নদির জলস্রোত
স্বপ্ন চোখে ভরায় অহেতুক
নৌকো বেয়ে জড়িয়ে ওতপ্রোত ।

গাছের পাতা খেলছে লুকোচুরি
শুকনো মাঠ জড়িয়ে নিয়ে বুকে
শব্দ নিয়ে করছে হুড়োহুড়ি
মনখারাপে আঁকছে তুলি সুখে ।

টুপটাপের খেয়াল খুশি যত
বারান্দাতে ঝরছে আঁকিবুঁকি
শ্যামল মেঘে আকাশ ভরা তত
হর্ষ তোলে পেখম দুখিসুখি ।

- বীরভূম - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.