
সকাল হলো
খুকুমণি ওঠ জেগে ঐ যে সকাল হলো,
লাল সূর্য উঠবে এখন দরজা খানি খোলো।
ঘুম ভাঙ্গতে দেরি কেন খুকু তোমার এত?
বলবে তুমি হেসে হেসে, বেলা হলো কত।
ঐ যে শোন পাখি ডাকে কিচির মিচির করে,
আমি জাগি ওদের সাথে যাওনা তুমি সরে।
ভোরের আলো ফোটার আগে আমি উঠি হেসে,
চড়ুই পাখি শিশ দিয়ে যায় আমায় ভালোবেসে।
আমি যখন পড়তে বসি বারান্দাতে সকাল বেলা,
হলুদ পাখি গাছের ডালে আমায় দেখে করে খেলা।
- ঢাকা -
সুচিন্তিত মতামত দিন