শামীম পারভেজ






বিশ্বকাপ ফুটবল 
                       

চারিদিকে হৈ হৈ রৈ রৈ 
বিশ্বকাপ ফুটবল খেলা এলোরে 
বলে, সবাই গেলি কই !
শহর গ্রামে হাট বাজারে
সব দলের উড়ে পাতাকা 
গুনলে হবে হাজারে হাজারে ।
কিসের খাওয়া কিসের ঘুম 
ফুটবল খেলা শুরু হলে 
ভরে যাবে হল রুম ।
ছোট বড় নবীন প্রবীন
ভুগবে ফুটবল খেলার জ্বরে
খেলা চলে যতো দিন ।
গোল্লায় যাক কাজ কর্ম
থাক পড়ে দেশের কথা 
বলে, ফুটবলই আসল ধর্ম ।
নিজের দেশ খেলছেনা ভাই 
এই ভাবনা আছে কারো ! 
তবুও খেলা দেখা চাই ।


সবার সাথে করবে প্রেম
                       

বিশাল এক গনন আছে
নীল রঙ আকঁবেই
রবি মামা হেসে হেসে 
উজ্জ্বল আলো ছড়াবেই 
সাদা কালো মেঘ ভাসে 
বৃষ্টি তো ঝরাবেই
গগনের অদৃশ্য মুক্ত হাওয়ায়
পাখিরা সব উড়বেই
রূপে ভরা খাঁটি দেহ 
সবুজ শাড়ি পড়বেই
সোনা ভরা পলি মাটি
ফসল তো ফলাবেই 
বুক চিরে নদী জলে 
নৌকা তো ভাসবেই
জল মাঝে সব মাছ 
সাঁতার তো কাটবেই
ছোট বড় বৃক্ষ সব
ফলেতে তো ভরবেই
গাছের ডালে বসে পাখি 
মিষ্টি সুর তুলবেই 
বাগে বাগে মৃদু হাওয়ায়
ফুলগুলো সব দুলবেই
রঙ্গীন ফুলে প্রজাপতি সব
এসে বসে নাচবেই
অযত্নে পড়ে থাকা ঘাসফুল
মিষ্টি হেসে ফুটবেই
ঘাসের উপর শিশির কনা 
চরণ শীতল করবেই 
সব কিছু অবাক হয়ে 
নয়ন দু'টো দেখবেই
সবার সাথে করবে প্রেম 
ভালোবাসাতে সে জড়াবেই ।


বৃষ্টি এলেই সৃষ্টি হয় 
                         

বৃষ্টি এলেই সৃষ্টি হয় 
মনের মাঝে সুখ
কখনোবা তা বয়ে আনে
অনেক অনেক দু'খ ।
বৃষ্টি এলেই সৃষ্টি হয় 
জলাবদ্ধতা রাস্তা ঘাটে
কখনোবা জল ঢুকলে ঘরে 
রান্না করে খাটে ।
বৃষ্টি এলেই সৃষ্টি হয় 
নিচু স্থানে বন্যা 
খুঁজে বেড়ায় আশ্রয় স্থল
বাড়ে কষ্ট যন্ত্রণা ।
বৃষ্টি এলেই সৃষ্টি হয় 
কলেরা রোগের হাসি 
সৃষ্টি হয় আরো রোগের
জ্বর সর্দি কাশি ।
বৃষ্টি যেমন ভালো লাগা 
অন্য দিকে দূর্ভোগ 
সব কষ্ট দূর করে 
সুখটা হোক যোগ ।

- ঢাকা - 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.